তিলে তিলে খাদ্যাভাবে
মানুষ মরিছে সামনে।
সাহায্যের হাত গুটায় প্রার্থনার হাত তুলিলে,
ক্ষুধার্ত বাঁচিবে কেমনে?
খোদার সেজদায় নোয়াও মাথা,
ভগবানেরে করো পুজো।
ভিখারীরে দূর দূর তাড়ায়ে
তুমি খোদা ভক্ত সাজো?
গায়েবি জোরে অন্ন-বস্ত্র পায় কি
ঐ মসজিদ-মন্দিরের ভিখারী?
ইবাদতের নামে পান্জাবি কেনো,
পুজোর নামে শাড়ি!
মসজিদের সামনের উদাম উন্মাদ
ভাত না পেয়ে মুখে তোলে মাটি!
নাপাক দায়ে ইমাম সাহেব
হাতে তুলে নেয় লাঠি!