কবে আবার আকাশ ফাটল ধরা
বজ্রপাতের শব্দে-
লুকোবে আমার পাজরে?
কবে রসাইখানায় ইঁদুরের চাঞ্চল্যকে
অশরীরি ভেবে-
শক্ত করে জড়াবে আমায়?
কবে আবার জোর বাতাসে
দরজা বন্ধের আওয়াজে-
ছুটে আসবে আমার কাছে?
তোমার ক্ষণিকের ভয়,
যেন বেহেশতে অতিবাহিত সময়!
আবারো তোমার ভয়ার্ত স্পর্শের প্রতিক্ষায়….