হেরিলাম কত শহর, কত দেশ,
কত নক্ষত্র, কত গ্রহ!
সকল মোহ কাটাইলাম,
তবু কেন কাটে না তাহার মোহ!
মোহ, সে কখনও ভীষণ মধুর,
কখনও পশ্চিমা তাইপানের চেয়ে বিষধর!
সকল দেবীর মোহ কাটিল ক্ষণিকে,
তবু হাওয়ায় কেনো তাহারও স্বর!
হেরিলাম কত শহর, কত দেশ,
কত নক্ষত্র, কত গ্রহ!
সকল মোহ কাটাইলাম,
তবু কেন কাটে না তাহার মোহ!
মোহ, সে কখনও ভীষণ মধুর,
কখনও পশ্চিমা তাইপানের চেয়ে বিষধর!
সকল দেবীর মোহ কাটিল ক্ষণিকে,
তবু হাওয়ায় কেনো তাহারও স্বর!