তুমি মানুষ,
তোমার আবার ধর্ম কিসের!
তোমারে বানাইছে স্রষ্টায়,
দেহে ধর্মের চিহ্ন কোথায়!
তুমি মুসলমান, তাই খুন রাঙা,
খ্রিস্টান হইলে ফ্যাকাসে!
ধর্ম লই মানব কোন্দল দেখি,
স্বরগে বসি ইশ্বরে হাসে!
তুমি মানুষ,
তোমার আবার কিসের নথি!
স্রষ্টায় তোমারে মগজ দিছে,
দিছে হৃদয়!
আবেগও দিছে, বিবেকও দিছে,
সিদ্ধান্ত নয়!