আড়াল

আমি অন্ধকারে মেলাব,
যাতে কেউ না দেখে আমায়!
আমি দেখতে কেমন, সুশ্রী না কুশ্রী?
তাতে কার কি আসে যায়?

আমি বধির হয়ে যাব,
কিংবা হারাব নির্জনে!
যাতে ঐ জানোয়ারদের কটু কথা,
না পৌঁছে আমার কানে!

যতই আড়াল হই, বধির হই,
তাতে কি আদৌ আসবে পরিবর্তন!
নাকি অন্ধকারেও হায়নাদের চোখে,
কেবলই পাছা আর স্তন!

Leave a Comment