আমার পাড়ায় একটা কৃষ্ণচূড়া গাছ আছে,
ও গাছের একটা ফুলের সাথে খুব কথা হয়,
বারবার ভাবি ছিড়ব ঐ ফুল,
ফুলদানিতে রাখব সাজায়।
প্রতিদিন ভাবি ওই ফুল বাড়ি আনব,
ছিড়ব ভাবি, তবুও ছেঁড়া হয়ে ওঠে না।
মাঝে মাঝে নিজ প্রলোভন দমাতে
তারে দেখেও আমি দেখি না।
ঐ কৃষ্ণচূড়া বাসা বেঁধেছে,
বাসা বেঁধেছে আমার মগজে।
আমার মগজ ঝাঁজরা, সে মুক্তি চায়,
কেবল ঈশ্বরই জানেন, এর নিস্তার কোথায়!
very nice.
LikeLiked by 1 person
Thanks apu ❤️
LikeLike