দেবী

আন্দাজে হাতড়াচ্ছিলেম আলম্বের তরে
– ঘন কালো আন্ধারে।
হঠাৎ দেবী বাড়াইলেন পাণি
– শক্তি দিলো আপনারে।

যখনই হারাই পথ, নিমজ্জিত দেবীর পুজে;
কেহ নাই যার, সে কেবল ঈশ্বরেরেই খুঁজে।

Leave a Comment