আমি তো কেবল তোমাকে ভালোবেসেছিলেম

হয়তো কানুর বংশীর সুর তোমায় টানে,
হয়তোবা apollo-র কাব্য,
তবু আমি তোমাকে কাছে চাই।

হয়তো তুমি যীশুর মহত্বে বিশ্বাসী,
হয়তোবা মুহম্মদের বিচক্ষণতায়,
তবুও তোমার আরও গভীরে যেতে চাই।

হয়তো বুদ্ধের উদারতায় তুমি বিস্মিত,
হয়তোবা Ptah-র নৈপুণ্যে,

ধম্ম?
আমি তো কেবল
আর কেবলই তোমাকে ভালোবেসেছিলেম!!

Leave a Comment