ঈশ্বর কি মরা?

যুবতীর গলে যাওয়া নগ্ন দেহ
এখনো ঘাসের উপর উবু হয়ে পড়ে,
ঈশ্বর কি কিছুই দেখলো না, এতটাই অন্ধ?

স্যুটকেস নিয়ে বাড়ির পথে ফেরা
খান সাহেব এখন নিথর, স্যুটকেসও নেই!
ঈশ্বর চুপ! তিনিও কি ওই টাকার ভাগীদার?

নোটের বিনিময়ে অন্যায় এখন ন্যায়,
পাপী মুক্ত! আর সাধু এখন জেলে!
ঈশ্বর বোধ হয় ঘুষের ঠিকমতোই ভাগ পেয়েছেন?

আঁধারে খুবলে নিয়েছে কুকুরের চোখ,
জানোয়ারদের চোখ এখনও কি করে কোটরে?
অবলা, বোবা বলে কি ঈশ্বরের কাছে মূল্যহীন?

হতাশায় পাহাড়ের কিনার থেকে লাফালো,
ভালো দিনের আশায় থামাতে পারলো না?
ঈশ্বর কি চার পেয়ো প্রানীর মতোই বোবা?

নাকি সবকিছুই লেখা আছে ঈশ্বরের ডায়েরিতে?

Leave a Comment