তোমার আমার ওষ্ঠ যখন মিলিমিটার দুরত্বে,
ওপাশটা শূন্যতা গ্রাস করে নিল।
তোমার কপোল ছোঁবার জন্য হাত বাড়াতেই
কেবলই বাতাসের স্পর্শ মিলল।
ঝড়ো বাতাসে তোমার কেশ এলোমেলো,
স্পর্শ করবার আস্পর্ধা নাহি হোলো।
তোমার আমার ওষ্ঠ যখন মিলিমিটার দুরত্বে,
ওপাশটা শূন্যতা গ্রাস করে নিল।
তোমার কপোল ছোঁবার জন্য হাত বাড়াতেই
কেবলই বাতাসের স্পর্শ মিলল।
ঝড়ো বাতাসে তোমার কেশ এলোমেলো,
স্পর্শ করবার আস্পর্ধা নাহি হোলো।