জানো, আমার সব কবিতা
কেবলই তোমায় নিয়ে?
আমার অশ্রুর কোনো শব্দ নেই
সে ঝরে অক্ষর হয়ে!
পাজরের ভেতর আমার অনুভূতি
ছোটে অ আ ক খ হয়ে!
আর আমার প্রেম?
ঐ কলমের নিব পর্যন্তই!
জানো, আমার সব কবিতা
কেবলই তোমায় নিয়ে?
আমার অশ্রুর কোনো শব্দ নেই
সে ঝরে অক্ষর হয়ে!
পাজরের ভেতর আমার অনুভূতি
ছোটে অ আ ক খ হয়ে!
আর আমার প্রেম?
ঐ কলমের নিব পর্যন্তই!