কুয়াশা ও তুমি

কখনো আমি এমন একটা রাতের কথা ভাবি,
যেখানে কুয়াশায় ঢাকা কোনো লেকের পাড়ে
কেবল তুমি আর আমি!
হয়তো হারাব, তোমার কন্ঠের মোহে
কিংবা তোমার মায়ায়!
কখনো আমি এমন একটা ভোরের কথা ভাবি,
যেখানে অজানার পথ ধরে গহীনে তুমি আমি,
হাঁটতে হাঁটতে মিলাব ঘন কুয়াশায়!

Leave a Comment