একা থাকব বললেই কিএকা থাকা যায়

একা থাকব বললেই কি
একা থাকা যায়, প্রিয়?
কতবার ভাবি সব ত্যাগ করে –
বনবাসে যাব, যতোই ডাকো!

যতবারই হারায় যাইনা কেনো,
বারবার তোমাতেই ফিরিব প্রিয়!
কেমনে অগ্রাহ্য করি তোমার মোহ,
তোমার হিয়ায়, একটু জায়গা দিও!

Leave a Comment