এক ঘন্টায় কি কেবলই ৬০ মিনিট!
এক মিনিটে কেন মাত্র ৬০ সেকেন্ড?
এক মিনিট কেন এক ঘন্টার সমান না!
এক ঘন্টায় কেন হয়না এক দিন?
তোমার সাথে অতিক্রান্ত প্রতিটি মিনিট,
সামান্য কয়েক ন্যানো সেকেন্ডের সমান!
সময়, তুমি এত দ্রুত কেন ছোটো?
একটু রোসো, একটু নাও বিশরাম!