তোমার এখনো বিশ্বাস হয়না?

তোমার কি এখনো বিশ্বাস হয়না
তোমায় কতটা ভালবাসি!
নাকি বিশ্বাস করেও
তুমি বিশ্বাস করতে চাওনা!

আর কতবার বললে,
বিশ্বাস করবে তোমায় ভালবাসি!
আর কতবার কাছে টানলে
বিশ্বাস করবে তোমায় ভালবাসি!

আর কত অশ্রু ঝরালে
বিশ্বাস করবে বলো!
আর কত ভালবাসলে
বিশ্বাস করবে ভালবাসি!

ভালোবাসতে-বাসতে ক্ষয়ে যাচ্ছি তিলে তিলে,
তবুও কি বিশ্বাস হয়না!
তোমায় ভালবাসি!

Leave a Comment