আমি অসীম গন্তব্যের দিকে ধাবিত হচ্ছি,
যেখানে আমি বিলীন হয়ে যাব, ক্ষীণ হয়ে যাব,
যেখানে আমার দেহ নিয়ে দর কষাকষি হবে না,
যেখানে আমার দেহে পড়বে না নেকড়ের কান্না!
আমি অসীমের দিকে ধাবিত হচ্ছি,
যেখানে ঈশ্বরের প্রতি আমার বিক্ষোভ সম্মিলিত হবে!
প্রত্যুত্তরে ধার্মিকের অস্ত্র উত্তোলিত হবে না!
ধার্মিকের পাপের কারণ আমি হব না!
আমি সেই অসীমের দিকে ধাবিত হচ্ছি,
যেখানে রাজনীতি কেবলই গননীতি,
গন ব্যবহারের নীতি নয়।