আমি অসীমের দিকে ধাবিত হচ্ছি

আমি অসীম গন্তব্যের দিকে ধাবিত হচ্ছি,
যেখানে আমি বিলীন হয়ে যাব, ক্ষীণ হয়ে যাব,
যেখানে আমার দেহ নিয়ে দর কষাকষি হবে না,
যেখানে আমার দেহে পড়বে না নেকড়ের কান্না!

আমি অসীমের দিকে ধাবিত হচ্ছি,
যেখানে ঈশ্বরের প্রতি আমার বিক্ষোভ সম্মিলিত হবে!
প্রত্যুত্তরে ধার্মিকের অস্ত্র উত্তোলিত হবে না!
ধার্মিকের পাপের কারণ আমি হব না!

আমি সেই অসীমের দিকে ধাবিত হচ্ছি,
যেখানে রাজনীতি কেবলই গননীতি,
গন ব্যবহারের নীতি নয়।

ভয়

জ্বলন্ত আগরবাতির ভয়ে
জ্বলন্ত সিগারেট আমি পিষে ফেলতে পারবো না!
তোমাকে হারাবার ভয়ে
তোমার মাঝে আমি মিশে যেতে পারবো না!!

পাহাড়ি রাস্তার ভয়ে
সমুদ্র তীরে আমি বসতে পারবো না!
তোমাকে হারাবার ভয়ে
মানুষের ভিড়ে আমি হাঁটতে পারবো না!!

তোমার এখনো বিশ্বাস হয়না?

তোমার কি এখনো বিশ্বাস হয়না
তোমায় কতটা ভালবাসি!
নাকি বিশ্বাস করেও
তুমি বিশ্বাস করতে চাওনা!

আর কতবার বললে,
বিশ্বাস করবে তোমায় ভালবাসি!
আর কতবার কাছে টানলে
বিশ্বাস করবে তোমায় ভালবাসি!

আর কত অশ্রু ঝরালে
বিশ্বাস করবে বলো!
আর কত ভালবাসলে
বিশ্বাস করবে ভালবাসি!

ভালোবাসতে-বাসতে ক্ষয়ে যাচ্ছি তিলে তিলে,
তবুও কি বিশ্বাস হয়না!
তোমায় ভালবাসি!

আমার অন্তকই ভালো

এই পাষন্ড ঈশ্বরের পাষন্ড নশ্বরের চেয়ে
দেহত্যাগ ঢের আয়েশী মনে হয়!

বলো, আর কত যুগ-শতাব্দী এভাবে-
আটকে রবো মানবের জটিল মায়ায়?

এর চেয়ে নরকের আগুনে পুড়তে পুড়তে
ঢের শান্তি অন্তকের ছায়ায়!

এক ঘন্টায় কেবল ৬০ মিনিট কেন?

এক ঘন্টায় কি কেবলই ৬০ মিনিট!
এক মিনিটে কেন মাত্র ৬০ সেকেন্ড?
এক মিনিট কেন এক ঘন্টার সমান না!
এক ঘন্টায় কেন হয়না এক দিন?

তোমার সাথে অতিক্রান্ত প্রতিটি মিনিট,
সামান্য কয়েক ন্যানো সেকেন্ডের সমান!
সময়, তুমি এত দ্রুত কেন ছোটো?
একটু রোসো, একটু নাও বিশরাম!

একা থাকব বললেই কিএকা থাকা যায়

একা থাকব বললেই কি
একা থাকা যায়, প্রিয়?
কতবার ভাবি সব ত্যাগ করে –
বনবাসে যাব, যতোই ডাকো!

যতবারই হারায় যাইনা কেনো,
বারবার তোমাতেই ফিরিব প্রিয়!
কেমনে অগ্রাহ্য করি তোমার মোহ,
তোমার হিয়ায়, একটু জায়গা দিও!

কুয়াশা ও তুমি

কখনো আমি এমন একটা রাতের কথা ভাবি,
যেখানে কুয়াশায় ঢাকা কোনো লেকের পাড়ে
কেবল তুমি আর আমি!
হয়তো হারাব, তোমার কন্ঠের মোহে
কিংবা তোমার মায়ায়!
কখনো আমি এমন একটা ভোরের কথা ভাবি,
যেখানে অজানার পথ ধরে গহীনে তুমি আমি,
হাঁটতে হাঁটতে মিলাব ঘন কুয়াশায়!

ভলক্যানো

আমার ভালোবাসা ভলক্যানোর মত!
ভেতরের লাভা সব ভেঙেচূরে মুক্তি পেতে চায়,
তোমাকে বারেবার পোড়াতে চায়!
কিন্তু…..তোমায় কাছে পেলে
সে তরল হিলিয়ামের চেয়েও শীতল হয়ে যায়!